User talk:Md. Sarwar Hossen

From WikiAlpha
Jump to: navigation, search


মোঃ সারোয়ার হোসেন। ইংরেজীঃ Md. Sarwar Hossen ( জন্মঃ ১৫ ই অক্টোবর ১৯৯৪ ইং। যিনি জ্বিন হুজুর নামে সকলের কাছে পরিচিত). তিনি একজন ইউটিউবার, সমাজসেবক ও গনসচেতনতামূলক শর্টফ্লিম নির্মাত। তিনি সোস্যাল মিডিয়ায় সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে ইসলামিক কন্টেন্ট নির্মান করেন। উনার ইউটিউব ও ফেসবুকে “ মুমিন মুসলমান” নামে পেজ ও চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষকে কুরআন ও হাদিসের আলোকে বদ জ্বিন ও শয়তানের হাত থেকে কিভাবে বেঁচে থাকা যায় সেই বিষয়ে ভিডিও নির্মান করেন। তাছাড়া বিভিন্ন সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। ৪ ভাই বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। পিতাঃ আবুল হোসেন ও মাতা সাহেরা বানু।

জন্ম ও বেড়ে ওঠাঃ তিনি ১৯৯৪ সালের ১৫ই অক্টোবর পঞ্চগড় জেলার বোদা উপজেলা অন্তর্গত ৬ নং মাড়েয়া বামনহাট ইউনিয়নের সরকারপাড়া’য় জন্মগ্রহন করেন। দারিদ্র্যতার কারনে ছোটবেলা থেকেই তিনি ছিলেন পরিশ্রমী ও অত্যন্ত মেধাবী। পড়াশোনার পাশাপাশি তিনি কখনো চা স্টলে, কখনো রেষ্ট্রুরেন্টে কখনো মানুষের বাসায় কাজ করেছেন। তার এই পরিশ্রম দেখে অনেকে তাকে বিদ্রোহী কবি কাজী নজরুলের অনুপ্রেরণা দিয়েছেন।

শিক্ষাজীবনঃ দারিদ্র্যতার কারনে অনেক কষ্ট করে তিনি মাঝাপাড়া ব্র্যাক স্কুলে ২০০৫ সালে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। তারপর ২০১০ সালে মাড়েয়া মডেল হাইস্কুল এন্ড কলেজে ব্যবসায় বিভাগে (S.S.C) মাধ্যমিক পাশ করেন।

২০১৩ সালে সাকোয়া ডিগ্রী কলেজ হতে ব্যবসায় বিভাগে (H.S.C) কম্প্লিট করেন।

তারপর বাউবি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রাজুয়েশন করার লক্ষ্যে ভর্তি হলেও দারিদ্র্যতার কারনে বেশিদুর এগুতে পারেননি।

কর্মজীবনঃ কর্মজীবনের শুরুতে তিনি তুরাগ থানার অন্তর্গত Tsr Apparels limited নাম পোশাক কারখানায় ২০১৪ তে ৬ মাস কর্মী হিসেবে কাজ করেন। তারপর MARMA Composit Ltd তে আরো ১ বছর প্যাকিংম্যান হিসেবে কাজ করেন। ২০১৬ সালে গাজীপুর কাশিমপুরে Meem knitting mills এ ২ বছর সিনিয়র প্যাকিংম্যান শেষে ২০১৮ সালে Tsr apparels Ltd. তে প্যাকিং সুপারভাইজার হিসাবে তিনি দায়ীত্বে পালন করেন। ২০১৯ এ আবার গাজীপুর কাশিমপুর লতীফপুরে Bonian knit fashions ও ২০২০ এ Ershad Knitt fashions এ প্যাকিং সুপারভাইজার হিসাবে দায়ীত্ব পালন করেন। কর্মজীবনে চাকুরির পাশাপাশি তিনি ধর্মচর্চায় মনোনিবেশ দেন এবং প্রচুর পরিমানে ইসলামিক স্কলারদের বয়ান শুনার পাশাপাশি কুরআন ও হাদিস নিয়ে গবেষণা শুরু করেন, করোনা মহামারীর সময়ে ২০২০ এ তিনি ইউটিউবে মুমিন মুসলমান চ্যানেল ও ফেসবুক পেজ খুলে সাধারণ মানুষকে কিভাবে বদ জ্বিন ও যাদু থেকে পরিত্রাণ পাওয়া যায় যেই বিষয়ে ভিডিও নির্মাণ করেন ও পাবলিশ করেন। সকলের ভালোবাসায় তিনি আজ সর্বজনে পরিচিত। ২০২১ সালে তিনি মুমিন মুসলমান ইউটিউব চ্যানেলের পক্ষে ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। Sourch: Thenews.com ( https://thenewse.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a7%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ab%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/ ) নিঃস্বার্থভাবে বিনামূল্যে তিনি সাধারণ মানুষের পাশে দাড়ানোর কারনে যখন তিনি সকলের মন জয় করেন তখন ২০২২ এর মার্চ মাসে একটি কুচক্রীমহলের মিথ্যা অভিযোগে প্রায় ৪ মাস (মার্চ-জুলাই ২০২২) কারাভোগ করেন। জামিনে বের হয়ে তিনি পুর্বের ন্যায় মানবসেবায় জীবনযাপন করতেছেনঃ

সংগঠনঃ বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতিঃ পঞ্চগড় জেলা শাখা কমিটির কার্যকরী সদস্যঃ (০৩ ডিসেম্বর ২০২২- বর্তমান)


দাম্পত্যজীবনঃ বিবাহিত, স্ত্রীঃ শিউলি আক্তার জুয়েনা (2015) সন্তানঃ মুজাহিদ বিন সারোয়ার (21-07-2018) জুনায়েদ বিন সারোয়ার (16-07-2022)

ওয়েবসাইটঃ www.muminmusolman.com ইউটিউবঃ www.youtube.com/@muminmusolman1 ফেসবুকঃ www.facebook.com/muminmusolman1