প্রান্ত বিশ্বাস

From WikiAlpha
Jump to: navigation, search
প্রান্ত বিশ্বাস Verified.png
২০২৩ সালে লিডস টাওয়ারের সামনে প্রান্ত বিশ্বাস
২০২৩ সালে প্রান্ত
Born প্রান্ত বিশ্বাস
১৯ জুন ২০০৬ (বয়স ১৮)
ঢাকা, বাংলাদেশ
Citizenship বাংলাদেশি (২০০৬–বর্তমান)
Occupation
  • প্রযুক্তিখাতে উদ্যোক্তা
  • প্রযুক্তিবিদ
  • ইস্পোর্টস প্লেয়ার
Years active ২০১৮-বর্তমান
Known for

প্রান্ত ইনোভেশন্স এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা

ডিউস মর্টিস এর প্রতিষ্ঠাতা
Height ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২ মিটার)
Parents
Website
prantoo.com

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রান্ত, পুরোনাম প্রান্ত বিশ্বাস (ইংরেজি: Pranto Biswas; জন্ম: জুন ১৯, ২০০৬), বাংলাদেশের একজন প্রযুক্তিখাতে উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও পেশাদার ইস্পোর্টস প্লেয়ার। তিনি প্রযুক্তি ও সফটওয়্যারসেবা প্রদানকারী কোম্পানি প্রান্ত ইনোভেশন্স এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা এবং ইস্পোর্টস টিম ডিউস মর্টিস এর প্রতিষ্ঠাতা।

জন্ম ও ব্যক্তিগত জীবন

শৈশব এবং পরিবার

প্রান্ত বিশ্বাস বাংলাদেশের ঢাকায় ২০০৬ সালের ১৯ জুন জন্মগ্রহণ করেছিলেন। তিনি ঢাকায় বড় হয়েছেন। তার বাবা ভূষণ কুমার বিশ্বাস বি. এন. কলেজ ঢাকা (নৌবাহিনী কলেজ ঢাকার) একজন শিক্ষক ছিলেন। তার এক বড় বোন আছে।

শৈশবকাল হতে প্রান্ত বই পড়তে ভালবাসতেন। পাঁচ বছর বয়সে বাসার কেনা পুরনো ব্যবহৃত কম্পিউটার ব্যবহার করতে গিয়ে কম্পিউটারের উপর তাঁর আগ্রহ জন্মে। কিন্তু পরবর্তীতে তার ঠিকমতো শেখার আগেই কম্পিউটারটি নষ্ট হয়ে যাওয়ার ফলে তখন তার প্রোগ্রামিং শেখা হয়নি। কিন্তু ২০১৩ সালে কেনা বাবার প্রথম স্মার্টফোন Samsung Galaxy Ace Nxt 2 এর মাধ্যমে তার প্রযুক্তির নতুন বিষয়বস্তু শেখা থেমে থাকেনি। স্কুল ছাড়া বাকি সময়টি তার বাসায়ই প্রযুক্তির সাথে কাটতে থাকে। কেবল মাঝে মাঝে বাবার কলেজের এইচপি ল্যাপটপ বাসার আনার ফলে সেটার মাধ্যমেই তার বিভিন্ন প্রযুক্তির বিষয়বস্তু শেখা চলতে থাকে। এভাবেই সে প্রথমে উইন্ডোজ ৭ ও পরবর্তীতে উইন্ডোজ ১০ সম্পর্কে ধারণালাভ করেন।

শিক্ষা

তিনি বি.এন. কলেজ ঢাকা (বর্তমান নৌবাহিনী কলেজ ঢাকা) থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ইংরেজি মিডিয়াম থেকে ও-লেভেল পাশ করেন।

বহিঃসংযোগ