নগরীতে

From WikiAlpha
Jump to: navigation, search
নগরীতে - মুহাম্মদ আল ইমরান

নগরীতে গল্পের প্রচ্ছদ

মুহাম্মদ আল ইমরান এর লেখা প্রথম ছোটগল্প "নগরীতে" যা বুড়িগঙ্গা নদীর ময়লা-আবর্জনা নিয়ে সচেতনতা মূলক রচনা। মুহাম্মদ আল ইমরান কলেজ জীবন থেকে লেখালেখি করেন। ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়ে দেয়ালিকায় লেখা দিতেন। বর্তমানে যুক্ত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সাথে।


নগরীতে:


ক্ষানিকটা সময় আমি দারিয়ে ছিল লঞ্চঘাটে। মুখে মাস্ক। তারপরও গন্ধটা একদম পেটের গভিরে চলে গেল। কিন্তু সবুজ মিয়া, ফোরকান জব্বার, সোবাহান এদের নামের মত লোকেদের কি নাক নাই? আমি পানি থেকে অনেকটা উপরে। আর ওরা তো ছোট নৌকায় কালো পানির উপরে ভাসে। হাতে ওদের দার। মনে আছে ওদের পেটের চাওয়া।...মন চাইলো আবার ফিরে যাই যৌবনে। যৌবনে গিয়ে ওই সবুজ মাঠের উপরে আমার ফেলে আসা বাদামের ছোলা গুলো তুলে আনি। তারপর রেখে আসি কোনো নির্দিষ্ট স্থানে। হোক না আমার শহরটা সুন্দর। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে আমিও বলতাম, 'তুমি আমি সচেতন হলে সুন্দর হবে আমাদের বাংলাদেশ'। (সংক্ষিপ্ত)