Hirapur Adarsh ​​Club and Library

From WikiAlpha
Jump to: navigation, search
হিরাপুর আদর্শ ক্লাব ও পাঠাগার Ponishare-verified.png
Faisal Muhammad
Picture of Faisal Muhammad
Born 21 Feb 2013
kozhikode
Nationality Indian
Occupation Singer & Musician
Known for Faisal Muhammad

বিস্তারিত তথ্য

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে লক্ষ্মীপুর জেলা অন্যতম। এই লক্ষীপুর জেলার অন্তর্গত রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে হিরাপুর নামে একটি ছোট্র গ্রাম অবস্থিত। সেই গ্রামেই রয়েছে আত্নমানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সমাজকল্যাণ মূলক প্রতিষ্ঠান যার নাম "হিরাপুর আদর্শ ক্লাব ও পাঠাগার" এই হিরাপুর আদর্শ ক্লাব ও পাঠাগারটি স্থাপিত হয় ২০১৩ সালের ২১ শে ফেব্রুয়ারী এবং হিরাপুর গ্রামের আদর্শ মানুষ গুলোকে কেন্দ্র করেই "হিরাপুর আদর্শ ক্লাব ও পাঠাগারের নাম করন করা হয়। হিরাপুর গ্রামের সকল শ্রেনীর মানুষ এই সংগঠনটির সাথে জড়িয়ে রয়েছে। সংগঠনটি বিগত ১০ বছর যাবৎ খেলাধুলার পাশাপাশি কাজ করে যাচ্ছে মানুষের কল্যাণে। অসহায়দের মুখের হাসি যেনো তাদের সকল সদস্যর মনে আনন্দ যোগায়।

হিরাপুর আদর্শ ক্লাব সর্বদা সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করেছে যার ভূমিকা অপরিসীম। হিরাপুর আদর্শ ক্লাব ও পাঠাগারটি কখনো হতদরিদ্রের মাঝে খাদ্যশস্য বিতরন কখনো শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরন ঈদ উপলক্ষে ঈদ প্যাকেজ বিরতন থেকে শুরু করে নিঃস্বার্থে প্রায় ১০ বছর ধরে বিনামূল্যে রক্তদানে অনেক বড় একটি ভূমিকা পালন করে যাচ্ছে হিরাপুর আদর্শ ক্লাব ও পাঠাগার এবং এলাকায় মাদক,ইভটিজিং ও বাল্য বিবাহ রোধেও কঠোর অভিযানের মাধ্যমে সমাজের সকল শ্রেনীর মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে হিরাপুর আদর্শ ক্লাব ও পাঠাগারটি। করোনা কালীন শত মানুষদের ফ্রি তে অক্সিজেন সেবা এবং অসহায় কৃষকদের মাঠের ধান কেটে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে এসেছেন হিরাপুর আদর্শ ক্লাবের স্বেচ্ছাসেবীরা এবং মর্মান্তিক করোনা কালীন রমজানে হিরাপুর আদর্শ ক্লাবের সদস্যরা নিজেদের কষ্টের জমানো পারিশ্রমিক এর টাকা দিয়ে গরু কিনে জবা করে এলাকায় এবং আশেপাশে হতদরিদ্রদের বাসায় গিয়ে গরুর মাংস পৌঁছিয়ে দিয়েছেন। গত কয়েকদিন আগে ও হিরাপুর আদর্শ ক্লাব ও পাঠাগার কর্তৃক আয়োজিত হিরাপুর প্রিমিয়ার লীগ ২০২৩ শান্তিপূর্ন ভাবে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটিয়ে সুনামের সাথে পরিচিতি লাভ করে হিরাপুর আদর্শ ক্লাব ও পাঠাগারটি।

হিরাপুর গ্রামের সকল পেশাজীবী মানুষ গুলো মনে করেন তাদের গ্রামকে হিরাপুর আদর্শ গ্রামে পরিনত করতে হিরাপুর আদর্শ ক্লাব ও পাঠাগারের উদ্যোগ গুলো শতভাগ যৌক্তিক। এই সংগঠনটি যদি তাদের কার্যক্রম গুলো অব্যহত রাখে তাহলে হিরাপুর গ্রামটি খুব শীগ্রই হিরাপুর আদর্শ গ্রামে পরিনত হবে বলে আশা ব্যক্ত করেন হিরাপুর গ্রামের মানুষ গুলো।

আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হিরাপুর আদর্শ ক্লাব ও পাঠাগার।


হিরাপুর আদর্শ ক্লাব ও পাঠাগারের লক্ষ ও উদ্দেশ্য।

(১) “ঈদ উৎসব ঈদের আগের দিন অসহায় গরিবের মাঝে ঈদ প্যাকেজ বিতরন করা।

(২) রমজান মাসে অসহায় গরিবদের মাঝে ইফতারি সামগ্রী বিতরন করা ও ইফতারি পাটি আয়ােজন করা।

(৩) দেশের দুর্ভিক্ষ, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সকল প্রকার প্রাকৃতিক দুযােগে। সাহায্য সামগ্রী নিয়ে দুঃৎ, ও ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে যাওয়া শীত বস্ত্র বিতরন এবং তাহবল বুদ্ধি ও সংরক্ষনার্থে দান।

(৪) এলাকার গরীব, অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়া লেখা চালিয়ে যেতে সহায়তা বা উদ্ভুদ্ধ করা এবং বিনামুল্যে বই বিতরন করা।

(৫) ছাত্র-ছাত্রীদের মেধা ও সৃজনশীলতার সর্বাধিক বিকাশের লক্ষ্যে তাদেরকে প্রণােদিত ও সংগঠিত করা ও মেদাবী ছাত্র ছাত্রীদেরকে উপবৃত্তি প্রদান করা।

(৬) সমাজের সবার মধ্যে সামাজিক দায়বদ্ধতা বােধ সৃষ্টি করে সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তােলা।

(৭) এলাকার সকল প্রকার খেলাধুলার আয়ােজন, অংশগ্রহন ও প্রতিভাবান খেলােয়ারদের প্রশিক্ষন এর ব্যাবস্থা করা। সংশ্লিস্ট খেলায় জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করার ব্যবস্থা করা।

(৮) মাদক মুক্ত এলাকা গড়তে প্রশাসনকে সহযােগিতা করা।

(৯) এলাকার মাদকাসক্ত, জুয়াড়ি, বখাটে ও অপরাধীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার লক্ষে বিনোদন গনসচেতনতা ও চিকিৎসার ব্যাবস্থা করা এবং কর্মসংস্থানের জন্য উৎসাহ প্রদান করা।

(১০) যে কোন সেবামূলক কাজে জনগনকে উদ্ভুদ্ধ করা এবং জনগনকে সেবামূলক কাজে সহযােগিতা করা ও শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র বিমােচনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা।

১১। বনানয়ন ও নার্সারী করে বৃক্ষরােপন করা।

১২। গরীব ছাত্র/ছাত্রীদের উপবৃত্তি প্রদানের মাধ্যেমে শিক্ষায় উৎসাহ প্রদান করা।

১৩। ধুমপান বিরােধী প্রচারনা করা।

১৪/ সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ করা।

১৫৷ যৌতুক বিরােধী কার্যক্রম গ্রহন করা।