Kagoz (Kagoj) film poster

From WikiAlpha
(Redirected from Wikipedia article)
Jump to: navigation, search

In English

Kagoz (Kagoj-2022) is a Bangladeshi murder mystery drama film that was written and directed by Ali Zulfikar Zahedi and produced by Addrian Productions. The cast of the film includes Mamunun Emon, Airin Sultana, and Shahaduzzaman Selim. Ali Zulfikar Zahedi and Maimuna Momo made their film debuts with Kagoz (Kagoj). Clay (Teracotta) was used for the first time in Bangladesh to create the poster for the Classically acclaimed film Kagoz. The paper poster was also created by hand drawing, which was well received by the crowd. The movie has three songs. The songs were sung by popular singer of Kolkata Somlata Acharya Chowdhury, Corniya of Bangladesh, Mir Masum, Palash Noor of Wharfez band. The maker said that the film will be seen worldwide through Deep Play. Viewers will get a picture of a different genre out of the conventional genre.

Terracotta poster of movie 'Kagoz' by Ali Zulfikar Zahedi.jpeg

Promotional posters for movies come in many shapes and sizes and are used by filmmakers all over the world. No nation is known to have ever made posters out of clay (Terracotta). In a first for Bangladeshi cinema, Kagoz (Kagoj) director Ali Zulfikar Zahedi has given a clay poster (Terracotta) of the film and a digital copy of the film to the Bangladesh Film Archive Museum.

The clay Poster of the film Kagoz (Kagoj) The poster, which is made of clay and is approximately 6 feet long, required a month to complete one poster. It is mounted on a wooden frame. Posters have been placed at First in the Bangladesh film development corporation (BFDC), making it open to the public.

Sculptor Shunno Rinku designed the poster under the Director's supervision. The director donated the clay film poster and a digital copy to the Bangladesh Film Archive Museum's cinematic art gallery.

During the program of the movie poster and a digital copy handover, The Chief Executive Officer of the Bangladesh Film Archive. Mr. Jaseem was presented. Also was presented Director Farhana Rahman, filmmaker Gazi Mahbub, and many more were presented[4]

Kagoz (Kagoj) is a feature-length film directed by Ali Zulfikar Zahedi. Mamun Emon, Maimuna Mom, Airin Sultana, Shahiduzzaman Salim, Model Emi, and Elina Shammi are the film's primary protagonists. The film follows a writer as he explores his own philosophical questions. Emon will play a writer, while Airin will play Renu, the aristocratic family's daughter.

In Bengali

কাগোজ একটি বাংলাদেশী হত্যা রহস্য নাটক চলচ্চিত্র যেটি আলী জুলফিকার জাহেদী দ্বারা রচিত ও পরিচালিত এবং আদ্রিয়ান প্রোডাকশন দ্বারা প্রযোজিত। ছবিটিতে অভিনয় করেছেন মামুনুন ইমন, আইরিন সুলতানা, শাহাদুজ্জামান সেলিম প্রমুখ। আলী জুলফিকার জাহেদী এবং মাইমুনা মমো কাগজ (কাগোজ) দিয়ে তাদের চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। বাংলাদেশে প্রথমবারের মাটি (টেরাকোটা) ব্যবহার করা হয়েছিল কাগজের পোস্টার তৈরি করতে। কাগোজ ছবির মাটির পোস্টারটি মাটির তৈরি এবং প্রায় 6 ফুট লম্বা পোস্টারটির একটি সম্পূর্ণ করতে এক মাস সময় লাগে। এটি একটি কাঠের ফ্রেমে মাউন্ট করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) খোলা জায়গায় প্রথমে রাখা হয়েছিল হয়েছে, জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ার জন্যে। অন্য দিকে কাগজের আর একটি পোস্টার হাতে আঁকার মাধ্যমেও তৈরি করা হয়েছিল, যা দর্শক ভালভাবে গ্রহণ করেছিল।

পরিচালকের তত্ত্বাবধানে পোস্টারটির নকশা করেছেন ভাস্কর শুন্নু রিংকু। পরিচালক পোস্টার এবং একটি ডিজিটাল কপি বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিউজিয়ামের সিনেমাটিক আর্ট গ্যালারিতে দান করেন। সে সময় অনুষ্ঠানে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ জসীম সাহেব উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক ফারহানা রহমান, চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুবসহ আরো অনেকে।

"কাগজ" আলী জুলফিকার জাহেদী পরিচালিত একটি ফিচার-দৈর্ঘ্যের চলচ্চিত্র। মামুন ইমন, মায়মুনা মম, আইরিন সুলতানা, শহীদুজ্জামান সেলিম, মডেল ইমি এবং এলিনা শাম্মী চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটিতে তিনটি গান রয়েছে। গানগুলো গেয়েছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমলতা আচার্য চৌধুরী, বাংলাদেশের কর্নিয়া, মীর মাসুম, ওয়ারফেজ ব্যান্ডের পলাশ নূর। ডিপ প্লে-এর মাধ্যমে ছবিটি বিশ্বব্যাপী দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা।

A Rare Terracotta poster of movie 'Kagoz' handed over to film archive Museum by Director Ali Zulfikar Zahedi.jpeg