Danesh Moktakar

From WikiAlpha
(Redirected from Alhaj Mohammad Aminul Islam Danesh Mia)
Redirect page
Jump to: navigation, search
Alhaj Md. Aminul Islam Danesh Mia 15px
Native name Aminul Islam Danesh Mia
Born 1920 AD
Faridpur (Shariatpur)
Residence Dhaka
Nationality Bangladeshi
Education Lonsingh High School of Naria upazila of Shariatpur district
Occupation Politician,Writers
Home town Dhaka, Shariatpur
Title Name
Alhaj Md. Aminul Islam Danesh Mia


আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম দানেশ মিয়া এমপি, পিতাঃ মৃত: মুন্সী বিনাউল্যাহ মাঝি, মাতাঃ মৃত: মাজু বিবি, জন্মঃ ১৯২০ খ্রিঃ, মৃত্যঃ ২৩ জানুয়ারি ২০০৬ খ্রিঃ, ১০ মাঘ ১৪১২ বাংলা।

আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম দানেশ মিয়া শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার লোনসিং উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ন হয়ে কলিকাতার রাইটার্স বিল্ডিং এ চাকুরিতে যোগদান করেন। কলিকাতায় অবস্থান'কালে তিনি দ্বিতীয় বিশ্ব'যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করেন। এবং রাজনীতি করার মানসে স্বাধীন আইন পেশায় আত্মনিয়োগের সিদ্ধান্ত নেন এবং সে মোতাবেক ১৯৫৫ সনে তৎকালীন মোক্তারশীপ পাশ করে মাদারীপুর বারে যোগদান করেন। পরবর্তীতে এল.এল.বি সম্মান (তৎকালীন রেভিনিও এজেন্সী) পাশ করেন এবং হাইকোর্ট বিভাগে আইন পেশায় যোগদান করেন।

মাদারীপুরে আইন পেশায় নিযুক্ত থাকা অবস্থায় তিনি জাতির জনক বঙ্গবন্ধুর সান্নিধ্যে আসেন। প্রকাশ থাকে যে- কলিকাতায় পড়াশোনা এবং চাকুরিরত অবস্থায়ই বঙ্গবন্ধুর সাথে তাঁর পরিচয় এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। উল্লেখ্য যে ১৯৪৩-৪৪ সনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরনায় আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম দানেশ মিয়া কোলকাতা থেকে সক্রিয় রাজনীতি করেন। ব্রিটিশ শাসন অবসানে পাক-ভারত বিভক্তিতে অবদান রাখেন। তিনি সততা, সরলতা, একনিষ্ঠতা এবং প্রখর বুদ্ধিমত্তার কারনে অল্প সময়ের ব্যবধানে বঙ্গবন্ধুর প্রিয় পাত্রে পরিণত হন। আজীবন বঙ্গবন্ধুর সহচর রাজনীতিতে "দানেশ মিয়া" নামে খ্যাত এই মানুষটি ছিলেন প্রচার-বিমুখ, নির্ভীক এবং নির্লোভ চরিত্রের অধিকারী। অসাম্প্রদায়িকতার পাশাপাশি তিনি পরহেজগার এবং এক সাত্যিক পুরুষ ছিলেন।

রাজনীতি এবং সমাজকর্ম মিলিয়ে এক বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম দানেশ মিয়া। তিনি ১৯৫৪ সনে যুক্তফ্রন্টের প্রচারকার্যে গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন। তিনি ১৯৪৬-৪৭ সনে কলকাতা মুসলিম ন্যাশনাল গার্ডের গ্রুপ ক্যাপ্টেন, ১৯৪৮-৪৯ সময়ে মাদারীপুর মহকুমা মুসলিম'লীগের সহ-সম্পাদক, ১৯৫৩-৫৫ সময়ে মাদারীপুর পৌরসভার কমিশনার, ১৯৫০-৫২ সনে মাদারীপুর কো-অপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর, ১৯৫৯-৬১ সময়ে মাদারীপুর মহকুমা আওয়ামীলীগের সম্পাদক, ১৯৬৭-৬৮ সময়ে মাদারীপুর মোক্তার এসোসিয়েশন এর সম্পাদক, ১৯৫৩-৭২ সময়ে বাংলাদেশ আওয়ামীলীগের কাউন্সিলর এবং আমৃত্যু বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৬৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ফাতেমা জিন্নাহ এর হ্যারিকেন মার্কার প্রচার কাজে জাজিরা'সহ বিভিন্ন এলাকায় নিয়োজিত ছিলেন। পায়ে হেটে হেটে জাজিরা সহ বিভিন্ন এলাকার প্রান্তের মানুষকে আদর্শ এবং আওয়ামীলীগকে ভালবাসতে পরামর্শ দিয়ে সংগঠিত করেন এবং ৯৫% ভাগ মানুষকে আওয়ামীলীগে সংগঠিত করতে সক্ষম হন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের 'ছয় দফা', ১৯৬৯ সনের গন-অভ্যূত্থানে গরুত্বপূর্ন ভূমিকা পালন করেন। ১৯৭৫ সনে তিনি বঙ্গবন্ধুর ঘোষিত বাকশালের মাদারীপুর সাংগঠনিক জেলার সাধারন সম্পাদক নিযুক্ত হয়েছিলেন। এ ছাড়া তিনি ১৯৭৭ সনে শরীয়তপুর (সাংগঠনিক জেলা) জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিলেন। ১৯৭৫ সনে তিনি বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশী হাজীদের নেতৃত্ব দেন এবং হজ্ব'ব্রত সম্পাদনের পাশাপাশি সৌদী বাদশাহর আমন্ত্রনে রাজকীয় ভোঁজে অংশগ্রহন করেন এবং সৌদী বাদশাহর সাথে পবিত্র কাবার গিলাফ পরিবেষ্টিত মূলঘর ধৌত করনের বিরল সৌভাগ্য অর্জন করেন।

প্রবীন রাজনীতিবীদ আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম দানেশ মিয়া রাজনীতির পাশাপাশি প্রভূত সমাজসেবা-মূলক কাজে জড়িত ছিলেন। তিনি শরীয়তপুর জেলা উন্নয়ন সমিতি এবং শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্টের সভাপতি ছিলেন।

আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম দানেশ মিয়া ১৯৭০ সনে পালং-জাজিরা নির্বাচনী আসনে আওয়ামীলীগের মনোনয়নে তৎকালীন প্রাদেশিক পরিষদ (পরে গন-পরিষদ) এবং ১৯৭৩ সনে ফরিদপুর-১৫ বর্তমান শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

ব্যক্তিগত জীবনে তিনি ১৯৪৫ সনে বেগম ফজিলাতুন্নেসা'র সাথে বিবাহ্ বন্ধনে আবদ্ধ হন। ১৯৭১ সনে বঙ্গবন্ধুর ডাকে কলিকাতা গমন করেন এবং মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন। তিনি অসংখ্য ভক্ত, অনুরাগী এবং ভাবশিষ্য রেখে গেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

(Biography In English) Alhaj Md. Aminul Islam Danesh Mia MP, Father: Deceased: Munshi Binaulyah Majhi, Mother: Deceased: Maju Bibi, Born: 1920 AD, Died: 23 January 2006 AD, 10 Magh 1412 Bengal.

Alhaj Md. Aminul Islam Danesh Mia passed the entrance examination from Lonsingh High School of Naria upazila of Shariatpur district and joined the job at Writers Building in Calcutta. During his stay in Calcutta, he witnessed the horrors of World War II. And with the intention of doing politics, he decided to engage in independent legal profession and accordingly in 1955 he passed the then Moktarship and joined the Madaripur Bar. Later passed LLB Honors (then Revenue Agency) and joined the legal profession in the High Court Division. He came close to Father of the Nation Bangabandhu while practicing law in Madaripur. It is revealed that his acquaintance and close relationship with Bangabandhu developed while studying and working in Calcutta. It should be noted that in 1943-44, Alhaj Md Aminul Islam Danesh Mia became active in politics from Kolkata under the inspiration of Hossain Shaheed Suhrawardy and Bangabandhu Sheikh Mujibur Rahman. Contributed to the end of British rule in India and Pakistan. He became Bangabandhu's favorite in a short span of time due to his honesty, simplicity, devotion and keen intelligence. Bangabandhu's life-long companion in politics, this man known as "Danesh Mia" was a publicity-averse, fearless and ruthless character. Apart from being secular, he was also an ascetic and a religious man.