MD. Naim Uddin

From WikiAlpha
Revision as of 00:51, 9 October 2022 by Naimuddin6629 (Talk | contribs) (Naimuddin6629 moved page NAIM UDDIN to MD. Naim Uddin)

Jump to: navigation, search
MD. NAIM UDDIN Ponishare-verified.png

MD. NAIM UDDIN
Native name মোঃ নাঈম উদ্দিন
Born 4 July 2001 (2001-19-04) (age 22)
কাশিপুর,ভেন্ডাবাড়ী,পীরগঞ্জ,রংপুর,বাংলাদেশ
Residence Bangladesh
Nationality Bangladeshi
Education ভেন্ডাবাড়ী দাখিল মাদ্রাসা
Occupation
Years active 2022- present
Known for Musical Artist.
Home town পীগঞ্জ,রংপুর,বাংলাদেশ
Height 5.10
Parents মোঃ লওয়াব আলী, মোছাঃ সেতারা বেগম



আমার নিজের সম্পর্কে কিছু কথা

খুব শক্ত একটি প্রশ্ন নিজের সম্পর্কে বলা। কি আর বলবো আমি আমার সম্পর্কে। আমার সম্পর্কে আমার বন্ধুরা খুব ভালো বলতে পারবে। আমার গুরুজনেরা বলতে পারবে। আমি কি আমার ডেফিনেশন সঠিকভাবে দিতে পারব। মনে হয় পারবোনা। তবে চেষ্টা করছি আমার সম্পর্কে পাঁচ লাইন বলার


আমি একটা সাধারণ ছেলে। আমার নাম মোঃ নাঈম উদ্দিন । আমি একজন ছাত্র । আমি দ্বাদশ শ্রেণী তে পারি। আমার বাবা একজন কৃষক। আমার মা একজন গৃহিণী। আমি ঘুরে বেড়াতে ভালো লাগে। সবার সাথে মিলে মিশে থাকতে ভালো লাগে। আমি বই পড়তে ভালোবাসি। আমার সব থেকে বেশি ভালো লাগে গল্পের বই পড়তে। আমি সবাইকে খুব সহজেই আপন ভাবি। তাই বেশি করে মানুষ ধোকা দেয়।



আমি খুব সাধারন একটি ছেলে। হয়তো আপনি দ্বিতীয় কোথাও পাবেন না আমার মতো ছেলে। সাধারণত আমার ঠোঁট কাটা বলতে পারেন। কারণ আমি কারো সম্পর্কে যেটা অনুভব করি সেটা তার সামনেই বলা পছন্দ করি ।পিছনে লুকিয়ে বলা পছন্দ করি না। কেনই বা বলব। যা বলার সা ম নেই বলব।


সাধারণভাবে আমার রাগ খুব কম আমাকে আপনি খুব তাড়াতাড়ি রাগাতে পারবেন না। কিন্তু একবার যদি কারো উপরে রেগে যায় তবে তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে।


সাধারণ জীবন শৈলী আমি বেশি পছন্দ করি। যতটা সাধারন ভাবে নিজেকে রাখা যায় আমি ততটাই সাধারণ পছন্দ করি।


আমি কর্ম কে ভালোবাসি। সারাদিন কোনো না কোনো কাজ করতে থাকে। চুপচাপ বসে থাকতে বিরক্ত লাগে।


ভালো লাগে বন্ধু বানানো। নতুন বন্ধুদের সঙ্গে মেশা আলাপ পরিচয় করা। তবে পুরনো বন্ধুদের সঙ্গে বিচ্ছেদ করে নয়। তারা তো আমার অমূল্য সম্পদ।


স্পষ্ট কথা বলতে ভালোবাসি, সামনের জন যত মহান ব্যাক্তিই হোক না কেন।

কেউ আমার সামনে ভুল বললে আমি ভুল ধরিয়ে দেই । সেটা স্যার থেকে যেকোনো ব্যাক্তিই হোক না কেন।

মিথ্যা বিনয় দেখাই না , তাই অনেকে অহংকারীও বলে ।

কোরার প্রতিটি ব্যাবহারকরী আমার কাছে সমান, কাউকে এক্সট্রা গুরুত্ব দেই না। তোষামোদকারী নই , আপনার হাজার ফোলোয়ারকারী হলেই আপাকে এক্সট্রা দাম দিয়ে কথা বলতে হবে ।

এমন কোনো মন মানসিকতা আমার নেই। পরিবর্তনো হওয়ার চান্স নেই ।

লেখালেখি করাটা শখের বশে। কারো অধীনে থাকতে ভালবাসি না ।

তাই জোরজবরদস্তিকে তীব্র ভাবে ঘৃণা করি । লেখালেখির ক্ষেত্রেও তাই ।

আমায় অযথা অনুসরণ না করাই ভালো । আমার সব উত্তর আপনার ভালো লাগবে না , হয়তো বেশির ভাগ উত্তরই খারাপ লাগবে । তবে এর জন্য আমি আমার উত্তর লেখার কোন পরিবর্তন করবো না । পড়া না পড়া আপনার বেপার, উত্তর লেখাটা আমার।



Social

Facebook

Facebook 2nd ID

[Twitter]

Instagram

Linkdin

Youtube

[Website]